আজ আমি শেয়ার করবো কিভাবে জেল ব্রেক করবেন। জেল ব্রেক করার জন্যে আপনার ডিভাইস টি IOS 5 ভার্সন হতে হবে। অথবা এর কম ও যদি হয় তাইলেও হবে কারন আমরা জেল ব্রেক এর পর IOS 5.1 এ ট্রান্সফার অথবা আপগ্রেড হয়ে যাবে। কারন জেল ব্রেক করার সময় আমরা IOS 5 ফার্মওয়ার টি ইউজ করবো। হ্যাঁ এটা APPLE এর অরিজিনাল IOS ফার্মওয়ার। আপনি আপনার iphone 3, iphone 3gs, iphone 4, iphone 4s, ipod3,ipod2,ipod 4 এবং ipad সকল ভার্সন জেল ব্রেক করতে পারবেন।
জেলব্রেক দুই প্রকার হয়ে থাকে।
* Tethered ও
* UnTethered
তাহলে জেনে নেই এর দুই প্রকার এর মানে কি!!!
Tethered জেলব্রেক এর মানে হল এটা ক্ষণস্থায়ী জেলব্রেক। মানে আপনি যদি আপনার সেট/ডিভাইস টি রিস্টার্ট অথবা অফ হয়ে গেলে পরেরবার চালু করলে আর জেলব্রেক টি কাজ করবে না।
UnTethered হল ঠিক উলটা। তাই আর বেশি বলতে চাচ্ছিনা না।
জেলব্রেক করতে আপনার যা যা লাগবে।
প্রথমেই আপনার লাগবে IOS 5.1 ফার্মওয়ার (firmware)
তাহলে ডাউনলোড করে নিন ফার্ম ওয়ার।
iOS 5.1 Download links for iPad
- Download iOS 5.1 For The New iPad 3 (WiFi)
- Download iOS 5.1 For The New iPad 3 (3G)
- Download iOS 5.1 For The New iPad 3 (4G)
- Download iOS 5.1 For iPad 2
- Download iOS 5.1 For iPad 2 (GSM)
- Download iOS 5.1 For iPad 2 (CDMA)
- Download iOS 5.1 For iPad 1
- Download iOS 5.1 For iPhone 4S
- Download iOS 5.1 For iPhone 4 (GSM)
- Download iOS 5.1 For iPhone 4 (CDMA)
- Download iOS 5.1 For iPhone 3GS
iOS 5.1 Download links for iPod
- Download iOS 5.1 For iPod touch 4G
- Download iOS 5.1 For iPod touch 3G
আপনার ডিভাইস অনুযায়ী ডাউনলোড করে নিন।
এবার আপনার লাগবে জেল ব্রেক এর সফটওয়্যার টি।
আমরা এখানে ইউজ করবো RedSnow 0.9.10b6
RedSnow 0.9.10b6 for MAC
RedSnow 0.9.10b6 for Windows
ডাউনলোড করার পর সফটওয়্যার টি রান করুন।
আপনার Apple ডিভাইস টি কানেক্ট করুন কম্পিউটার এর সাথে।
যেমন আমার iphone 4s কানেক্ট করা।
তারপর নিচের ছবিটার মতো আসবে।
এবার Extras এ ক্লিক করুন।
এবার Select IPSW তে ক্লিক করুন এবং একটু আগে ডাউনলোড করা IOS 5.1 টি দেখিয়ে দিন।
এবার BACK এ ক্লিক করুন। এখন প্রথম ছবিটার মতো পাবেন। এখন JAILBREAK এ ক্লিক করুন।
যদি নিচের ছবিটার মতো দেখতে পান তার মানে পূর্বের স্টেপ গুলা ঠিক মতো হয়েছে।
এবার নিচের ছবিটার মতো এগিয়ে যান।
NEXT চাপুন।
এখন আসুন আপনার ডিভাইসটি কিভাবে DFU MODE এ নিবেন। DFU Mode এ নেয়ার জন্যে প্রথমে আপনার
ডিভাইসটি সম্পূর্ণ অফ করুন। মেইক সিউর যে ডিভাইসটি ঠিক মতো অফ হয়েছে। তার পর পাওয়ার বাটন টি চেপে দরুন ৩ সেকেন্ড। তারপর হোম বাটন টি চেপে ধরুন ,এখানে মনে রাখতে হবে ঠিক ৩-৪ সেকেন্ড পাওয়ার বাটন চেপে ধরার পর পর এ হোম বাটন টি চেপে ধরতে হবে। এবং পাওয়ার বাটন টি ছাড়া যাবেনা। তার মানে পরের ১০ সেকেন্ড পাওয়ার ও হোম বাটন একসাথে চেপে ধরে রাখতে হবে। এবার ১০ সেকেন্ড পর পাওয়ার বাটন টি ছেড়ে দিন কিন্তু হোম বাটন টি চেপে রাখুন। এর মধ্যে দেখবেন যে আপনার স্ক্রিন এর APPLE লোগো টি গিয়ে পুরো স্ক্রিন কালো হয়ে গেছে। তার মানে আপনি DFU Mode এ যাচ্ছেন। এবার হোম বাটন ১৫ সেকেন্ড চেপে রাখার মধ্যেই আপনি DFU Mode এ চলে আসবেন। নিচের ছবির মতো দেখানো হবে কিভাবে DFU Mode এ যেতে হবে।
যখন ই আপনি DFU Mode এ এন্টার করবেন তখন ই RedSnow আপনার ডিভাইসটি তে জেল ব্রেক ডাটা ধুকাতে সক্ষম হবে এবং জেলব্রেক করা যাবে। আপনার ডিভাইসটি যখন DFU Mode এ যাওয়ার পর RedSnow টা ডিটেক্ট করবে তখন ই এরকম দেখবেন।
এর মানে আপনার ডিভাইস এ জেলব্রেক এর প্রয়োজনীয় ডাটা যাচ্ছে। তারপর ২-৩ মিনিট ওয়েট করুন।
জেলব্রেক করা হলে এরকম একটা ম্যাসেজ পাবেন।
আর আপনার ডিভাইস এ দেখবেন একটা আনারস হেঁটে যাচ্ছে।
এভাবে আপনি জেলব্রেক করতে পারবেন।
এবার আসি Untethered জেলব্রেক এ। এতক্ষন আমরা যা করলাম এটা Tethered জেলব্রেক। মানে আপনি যদি ডিভাইস টি অফ করে আবার অন করেন অথবা ব্যাটারি খালি হয়ে গেলে তার পর জেলব্রেক কাজ করবে না এবং আই টিউন এর সাহায্যে আপনার ডিভাইস টি অন করা লাগতে পারে।
সুতরাং ঝামেলা বাদ দিয়ে Untethered জেলব্রেক টা করি চলুন।Untethered এর জন্যে দ্বিতীয় ছবিটাতে ফিরে যান।
আগের মতই Select IPSW তে ক্লিক করুন এবং ডাউনলোড করা IOS 5.1 টি দেখিয়ে দিন।
এখন Back এ ক্লিক না করে সবার উপরে আছে দেখুন Just Boot । হা এবার JUST BOOT এ ক্লিক করুন। তারপর বাকি প্রক্রিয়া গুলা আগের মতই।
কিন্তু মনে রাখবেন Untethered স্টেপ টা করার আগে tethered স্টেপ টা করে আসতে হবে। তার মানে এই পোস্ট এর প্রথম থেকে এ করতে হবে। আর আপনার ডিভাইসটি যদি আগে ই জেলব্রেক করা থাকে তাহলে Untethered স্টেপ টা করলেই হবে। এই স্টেপ শেষ করার পর আপনার ডিভাইস এ দেখবেন যে একটা আধ খাওয়া আনারস দেখাচ্ছে। তাহলে বুঝবেন জেলব্রেক সম্পূর্ণ হয়েছে। এবং ডিভাইসটি সম্পূর্ণ রুপে চালু হওয়ার জন্যে অপেক্ষা করুন।
জেলব্রেক করার পর আমার iphone
আমি আমার আই ফোন এ এখন উইন্ডোজ ও এস সেভেন ইউজ করতেছি। আপনিও জেলব্রেক করলে খুব সহজেই এটা ইউজ করতে পারবেন
No comments:
Post a Comment