Saturday, 19 July 2014

হ্যাক করুন নোকিয়া ফোন, ইন্সটল করুন সব সফটওয়্যার।

যালো সকল মোবাইল আর পিসি পাগল ভাইয়েরা কেমন আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আশা করি ।
সফটওয়্যার এমন একটা জিনিষ যা বর্তমানে  আমাদের সব ধরনের কাজে প্রয়োজন হয়। আমার মনে হয় নোকিয়া মোবাইল গুলুতে লাখ লাখ সফটওয়্যার, থিমস, গেম, আছে কিন্তু নিউ সিম্বিয়ান মোবাইল গুলুতে একটা প্রবলেম আছে এই সব ধরণের সফটওয়্যার গুলা ইন্সটল করতে দেয় না ERROR মেসেজ দেয় certificate errors টাই আমরা অনেক মজার/কাজের সফটওয়্যার গুলা ইন্সটল ও ব্যাবহার করতে মিস করি ।
আজ আমি যেই টিউন টি শেয়ার করবো এঁর সাহায্যে আপনি অনেক ইজি ভাবে আপনার মোবাইল হ্যাক করে নিতে পারবেন হ্যাক করার পর এইবার আপনি যত খুশি ইন্সটল করেন কিসের আবার certificate errors আসবে মারেন অর কপালে লাথি। চলেন শুরু করে দেই।
STEP 1   X-PLORE  (ADVANCE FILE MANAGER) টা ডাউনলোড ও ইন্সটল করে নেন
STEP 2  HACKER TAHARONS FOR S60V5  এই জিপ ফাইল টা ও ডাউনলোড করে নেন

এইবার কাজ শুরু করেন
১। x-plore দিয়ে জিপ ফাইল টি ওপেন করেন
২। Quarantine নামে একটা ফোল্ডার আছে ওইটারে c:/ তে মানে ফোন মেমোরি তে কপি করেন biggrin হ্যাক করুন নোকিয়া ফোন, ইন্সটল করুন সব সফটওয়্যার।
৩। tmquarantine এই ফোল্ডার টাও c:/ কপি করেন biggrin হ্যাক করুন নোকিয়া ফোন, ইন্সটল করুন সব সফটওয়্যার।
৪। Trend micro Mobile Security  biggrin হ্যাক করুন নোকিয়া ফোন, ইন্সটল করুন সব সফটওয়্যার। এই অ্যান্টিভাইরাস টি মোবাইল এ ইন্সটল করেন (c: তে মানে ফোন মেমোরি  অটোমেটিক ইন্সটল হয়ে যাবেও রিস্টার্ট চাইবে রিস্টার্ট দেবার প্রয়োজন নেই)
৫। অ্যান্টিভাইরাস  টি ওপেন করেন biggrin হ্যাক করুন নোকিয়া ফোন, ইন্সটল করুন সব সফটওয়্যার।
৬। Options যান এবং  – Quarantine list এ যান biggrin হ্যাক করুন নোকিয়া ফোন, ইন্সটল করুন সব সফটওয়্যার।
৭। Quarantine লিস্ট এ সব গুলু Quarantine মার্ক করুন mark all আছে দেখেন (important step)biggrin হ্যাক করুন নোকিয়া ফোন, ইন্সটল করুন সব সফটওয়্যার।
৮। মার্ক করা শেষ হলে restore দিন  .tongue হ্যাক করুন নোকিয়া ফোন, ইন্সটল করুন সব সফটওয়্যার। (এখন চাইলে অ্যান্টিভাইরাস টি delete করে দিতে পারেন আপনার খুশী)
৯। taharons জিপ ফোল্ডার এ যান আর  RomPatcher+ টি ইন্সটল করে নেন biggrin হ্যাক করুন নোকিয়া ফোন, ইন্সটল করুন সব সফটওয়্যার।
১০। RomPatcher+ এখন  অপশন এ ক্লিক করেন দেখবেন all patches একটা অপশন আছে ক্লিক করে apply দিন (Open4all for access to all folders – Installserver for installing any unsigned apps) তারপর আবার অপশন্‌স এ যান আর add to auto তে ক্লিক করেন
Phone hacked =) biggrin হ্যাক করুন নোকিয়া ফোন, ইন্সটল করুন সব সফটওয়্যার।biggrin হ্যাক করুন নোকিয়া ফোন, ইন্সটল করুন সব সফটওয়্যার।biggrin হ্যাক করুন নোকিয়া ফোন, ইন্সটল করুন সব সফটওয়্যার।biggrin হ্যাক করুন নোকিয়া ফোন, ইন্সটল করুন সব সফটওয়্যার।
আমি এটা নোকিয়া ৫৮০০, নোকিয়া ৫২৩৩, নোকিয়া ই৭১ ও নোকিয়া n8 এ apply করেছি cool হ্যাক করুন নোকিয়া ফোন, ইন্সটল করুন সব সফটওয়্যার।

পোস্ট টি পরার জন্য ধন্নবাদ যদি কোন ভুল হয়ে থাকে ক্ষমার চোখে দেখবেন আর কার কোন সমস্যা হলে আমাকে জানাবেন

No comments:

Post a Comment