Saturday, 19 July 2014

নির্ভেজাল ভাবে পিডিএফ ফাইলের পাসওয়ার্ড হ্যাক/আনলক করুন অনলাইনে

আশা করি সকলে ভাল আছেন আপনারা। Portable Document Format ফাইল বা পিডিএফ ফাইল লক করা বিভিন্নভাবে সম্ভব আপনার ফাইলটি পাসওয়ার্ড সুরক্ষিত করে রাখতে। যার ফলে আমরা মাঝে মাঝে  কিছু পাসওয়ার্ড সুরক্ষিত পিডিএফ ফাইল দেখে থাকি।  আমাদের সেই সমস্ত পাসওয়ার্ড দ্বারা লক করা ফাইল গুলো আনলক বা হ্যাক করার প্রয়োজন হয়ে থাকে অনেক সময় যা যদি আমরা কোন প্রকার সফটওয়্যার দিয়ে করতে চাই অতান্ত সমস সাপেক্ষ ব্যপার হয়ে দায়ায় তাই একদম নির্ভেজাল ভাবে পিডিএফ ফাইলের পাসওয়ার্ড হ্যাক/আনলক করুন অনলাইনে মানে ইন্টারনেট এর সাহায্যে একটি বিশেষ ওয়েব সাইট দিয়ে।
Unlock PDF নির্ভেজাল ভাবে পিডিএফ ফাইলের পাসওয়ার্ড হ্যাক/আনলক করুন অনলাইনে
এটি করতে প্রথমে Unlock-PDF.com এখানে যাবেন তারপরে আপনার কাঙ্ক্ষিত লক করা ফাইলটি আপলোড করে দিবেন ওয়েবসাইটের স্বয়ংক্রিয় সিস্টেম আপনার ফাইলের পাসওয়ার্ড হ্যাক/আনলক করে দিবে আপনাকে তারপরে আপনি ফাইলটি ডাউনলোড করে দেখুন ফাইলের মাঝে আর পাসওয়ার্ড থাকবে না। কাজটি প্রথমে চেষ্টা করে দেখার জন্য নিজে একটি ছোট আকারে পিডিএফ ফাইল বানিয়ে পাসওয়ার্ড দিয়ে তারপরে এই সাইটে আনলক করার চেষ্টা করে দেখতে পারেন। আমি সফল হয়েছি আসা করি আপনারাও হবেন। ধন্যবাদ।
zza নির্ভেজাল ভাবে পিডিএফ ফাইলের পাসওয়ার্ড হ্যাক/আনলক করুন অনলাইনে

No comments:

Post a Comment