Saturday, 20 September 2014

অসাধারণ একটি Software।আপনার ফটোকে ডিজাইন করুন আপনার Android মোবাইল দিয়ে।

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমি আবার ফিরে আসলাম নতুন একটি Android Software নিয়ে।
আমি এর আগে আরো অনেক Software আপনাদের সাথে শেয়ার করেছি। আজ-ও আমি আপনাদের একটি Android Software শেয়ার করব। এরকম আমি এর আগেও শেয়ার করেছি। তাই আপনারা একই ভাবতে পারেন। কিন্তু না, আজ আমি আপনাদের সাথে একটি Android Software শেয়ার করব।এর আগে আমি এই Software এর আগের ভার্সন আপনাদের সাথে শেয়ার করেছিলাম। কাজ প্রায় এক কিন্তু বুঝেনিতো যে এটা যেহেতু লেটেষ্ট তাহলে কিছুতো বেশি সুবিধা পাবেন।
যা দিয়ে আপনারা আপনাদের
Android ফোন দিয়ে Photo
Editor Pro নামের সফটওয়ার
দিযে ছবিকে আরো সুন্দর ও আকর্ষনীয় করে তুলতে পারবেন ।
এই সফটওয়ার
দিয়ে আপনারা যা যা করতে পারবেন
240 অসাধারণ একটি Software।আপনার ফটোকে ডিজাইন করুন আপনার Android মোবাইল দিয়ে।
০১. ছবি এডিটিং
০২. ছবি আবর্তন
০৩. ছবি কাঁটা
০৪. ছবির আকার সমন্বয়
০৫. ছবি পেন্টিং
০৬. গ্রাফিতি গুলো অবাধে সেট
করতে পারবেন
০৭. উজ্জ্বলতা কম-বেশী
০৮. রঙ স্প্ল্যাশ
০৯. ছবিতে ফ্রেম
১০. ছবির সিন পরিবর্তন
১১. ফোকাস ও দাগ ফাংশন
১২. ছবির রঙ ও উজ্জ্বলতা সামঞ্জস্য
করা যাবে
১৩. ছবিতে লেখা যুক্ত করা যাব
আরো অনেক পরিবর্তন এই সফটওয়ার
দিয়ে করতে পারবেন ।
তাই দেরী না করে এখনই নিচের
লিংক
থেকে সফটওয়ারটি Download
করে নিন ।
এখান থেকে।
আমার মনে হয় এই টি সবার ভালো লাগবে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেনো আমাকে আবার আপনাদের সামনে হাজির করে নতুন কিছু নিয়ে!!

No comments:

Post a Comment