Friday, 12 September 2014
Fαcbσσκ Sτγlίsh Nαmε Σακεπ
ΞΞΞΞΞΞΞΞΞΞΞΞΞΞΞΞΞΞΞΞΞΞΞΞΞΞΞΞΞΞΞΞΞΞΞΞΞΞΞΞΞΞΞΞΞΞΞΞΞΞΞΞ
এই ট্রিকটি এন্ড্রইড ইওজারদের জন্য
আপনাকে মুলত চারটি পদ্ধতি অবলম্বন করতে হবে:
(১) কিবোর্ড এর ল্যাংগুয়েজ চেঞ্জ,
(২) ফেসবুকের ল্যাংগুয়েজ চেঞ্জ,
(৩) অন্য ভাষায় নাম পরিবর্তন এবং
(৪) আবার ফেসবুকের ল্যাংগুয়েজ চেঞ্জ।
(১) প্রথমে আপনার ফোনের কিবোর্ড এর ল্যাংগুয়েজ চেঞ্জ করেন
Setting→ language & input→ Android keyboard/Smart keyboard →input language→ default language (unmark)→ greek
Gingerbread সহ অনেক ফোনে গ্রিক থাকে না। তারা নিচের কিবোর্ড টি ডাউনলোড করেন। Smart-Keyboard-Pro by SHAMIM.apk"
(২) তারপর ফেসবুকের ল্যাংগুয়েজ চেঞ্জ করেন
setting and privacy → General → Language → Ελληνικά অথবা এখানে ক্লিক করুন নিচের স্ক্রিনশট এর মত।
(৩) তারপর নাম বদলান গ্রিক অক্ষরে Ρυθμίσεις και απόρρητο(মানেsetting and privacy) → Γενικά(মানেgeneral) → Όνομα(মানেname) → Αποθήκευση(মানেsave) অথবা এখানে ক্লিক করুন বক্সে আপনার কিবোর্ড এর গ্রিক ল্যাংগুয়েজ দিয়ে নাম লিখুন আর সেভ করুন ।
★★★ Αποθήκευση(মানে save) এ ক্লিক করুন ★★★ ব্যস কাজ শেষ।
(৪) তারপর আবার ফেসবুকের ল্যাংগুয়েজ চেঞ্জ করে দিন Ρυθμίσεις και απόρρητο( মানেsetting and privacy) → Γενικά(মানেgeneral) → Γλώσσα(মানেlanguage) →English(uk) অথবা এখানে ক্লিক করুন
[note (১): আপনি যেকোন এক ল্যাংগুয়েজে নাম বদলাতে পারবেন, যেমন গ্রিক ল্যাংগুয়েজে নাম বদলাতে চাইলে শুধু গ্রিক বর্ণ( ζ χ ψ ω β ν μ λ κ ξ η γ φ δ σ α π ο ι θ υ τ ρ ε ς ; Μ Ν Β Ω Ψ Χ Ζ Λ Κ Ξ Η Γ Φ Δ Σ Α Π Ο Ι Θ Υ Τ Ρ Ε ς ; ) ব্যবহার করতে হবে। গ্রিকের সাথে অন্য কোন বর্ণ যেমন ইংরেজি ব্যবহার করা যাবে না।
[note (২): এখানে শুধু গ্রিক অক্ষরে নাম বদলানোর উপায় দিয়েছি তবে আপনি গ্রিকের বদলে অন্য ল্যাংগুয়েজও ব্যবহার করতে পারবেন।যেমন আপনি যদি ফারসি ভাসায় নাম বদলাতে চান তাহলে শুধু আপনার কিবোর্ড আর ফেসবুকের ল্যাংগুয়েজ চেঞ্জ করে ফারসি(Francis) দিয়ে দিন ]
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment