Sunday, 16 November 2014

কিভাবে হ্যাক প্রতিরোধী পাসওয়ার্ড দিবেন?

কিভাবে হ্যাক
প্রতিরোধী পাসওয়ার্ড
দিবেন?
১. পাসওয়ার্ড নুন্নতম
৮টি অক্ষরের কিন্তু ৯
বা আর
বেশি হলে ভালো।
২. কখনয় পাসওয়ার্ড
দিবার সময়
কিভাবে সহজে মনে
রাখাযায়
তা চিন্তা করবেন না।
চিন্তা করবেন কনটি আপনাকে মুখস্ত
করা লাগবে, ওই টায়
দিবেন।
৩. পাসওয়ার্ড কখনয়
বরহাতের অক্ষর
দিয়ে শুরু করবেন না। 

৪. পাসওয়ার্ডে নুন্নতম
২টি বরহাতের অক্ষর ও
২টি ছোট হাতের অক্ষর
দিবেন।
৫. সংখ্যা ব্যাবহার
করবেন কিন্তু ১২৩... এই
ভাবে না।
৬. বিভিন্ন চিহ্ন
ব্যাবহার করবেন
কিন্তু পাসওয়ার্ডের
শেষে না। আর
যদি একান্তই
শেষে ব্যাবহার করেন তাও “!” ব্যাবহার
করবেন না। এই চিহ্ন
ভিতরেও ব্যাবহার
করা ঠিক না।
কেননা এই “!” চিহ্ন
বহুল ব্যাবহার করেন।
৭. পাসওয়ার্ড দিবেন
এমন
ভাবে জাতে আপনি
ছাড়া আর কেও
তা বুঝতে না পারে
এবং আপনার নিজের জন্যেও কঠিন হবে। এখন
কথা হলে আমি যদি
পাসওয়ার্ড মনেই
না রাখতে না পাড়ি
তো দিয়ে লাভ কি।
পাসওয়ার্ড মুখুস্ত করুণ। নিজের পরিচিত সব্দ
গুলেকে কোড করুণ
জাতে মনে রাখতে
পারেন।

No comments:

Post a Comment