আপনার যদি একটি Android চালিত স্মার্টফোন বা ট্যাব থাকে এবং একটি ডিএসএলআর ক্যামেরা থাকে,তাহলেই
খুব সহজেই ফোন থেকে ক্যামেরাকে নিয়ন্ত্রন করতে পারবেন।ডিএসএলআর কন্ট্রোলার নামের App টি দিয়ে চাইলেই ফোন থেকেই ক্যামেরাকে নিয়ন্ত্রন করা
যায়।এটি করতে প্রথমেই আপনার ফোনের সঙ্গে ক্যামেরার ডিভাইস কম্পাটেবিলটি ঠিক আছে কি
না,সেটি দেখতে <a
href= “http://goo.gl/ZZZSh2”>এখানে</a> যান।অধিকাংশ ক্যাননের ক্যামেরা ডিএসএলআর কন্ট্রোলার App দিয়েই নিয়ন্ত্রন
করা যায়।
গুগল প্লে ষ্টোরের ওয়েব থেকে App টি আপনার Android Phone এ ইন্সটল করে
নিন। App টি পেতে <a href= “http://goo.gl/zZYJBd”>এখানে</a> যান।
USB OTG adapter দিয়ে আপনার ফোনযুক্ত নিন তাহলে ফোনটি একটি USB host-এ পরিণত হবে।এখন USB
OTG adapter-এর সঙ্গে খাপখায়,এমন একটি কেবল
দিয়ে ক্যামেরাকে যুক্ত করুন।এখন ক্যামেরার সুইচ অন করুন।Android Operating System রেকগনাইজ করলেই
ডিএসএলআর কন্ট্রোলার App টি চালু হয়ে যাবে।সংযোগ করার কাজটি <a href= “http://goo.gl/Go6FLq”>এই ঠিকানায়</a> গিয়ে ভিডিও
দেখেও করা জাবে।সংযোগ সম্পন্ন হলে ক্যামেরার নানান অপশন ব্যবহার করে ছবি তোলা থেকে
শুরু করে বাকি সব কাজ করা যাবে।বামের সাইড বারে দ্রুত নিয়ন্ত্রন করার সুবিধা পাওয়া
যাবে।
এখান থেকে Focus Mode বেছে নিয়ে
বিভিন্ন Focus এ ছবি তোলা যাবে।Bottom-right corner থেকে Image Review,HDR and Auto-exposure bracketing,Focus
Bracketing,Time-Lapse এর মত কাজ
গুলোও করা যাবে।ছোট্টো এই Android
App দিয়েই সহজে আপনার ডিএসএলআর ক্যামেরাকে
নিয়ন্ত্রন করতে পারবেন যখন- তখন...।
Collected From ‘পেপার’ :v
:v :v
This Post Written & Edited
By Me... <img src=“smilez.gif’’ alt=“Smiley
face”width=“42”height=“42”>
No comments:
Post a Comment