যে পদ্ধতিটা আমি দেখাবো এই পদ্ধতি নিয়ে আগে এবার টেকটিউন্সে পোস্ট হয়েছে, তাই কারো জ্ঞানী উক্তি শুনার আগে বলে দিচ্ছি যে আমি একটু সহজ করে দেখাবো এবং সাথে ভিডিও টিউটরিয়াল থাকবে। কেউ আমার বইলেন না যে এই পোস্ট আগেই হয়ে গেছে।
ভিডিও টিউটরিয়ালঃ
ইউটিউব লিঙ্কসহজে শর্টকাট রিমুভ করার জন্য একটা ফাইল ডিলিট করতে হবে, সেটা হল
C:\Windows\system32\wscript.exe
এই ফাইলটা ডিলিট করতে দেবে না আপনাকে, আগের পোস্টে ইউজারদের কন্ট্রোল বদলে কিভাবে ডিলিট করতে হয় সেটা বলেছে কিন্তু Unlocker নামের সফটওয়্যারটা দিয়ে সহজেই ডিলিট করা যায়। সফটওয়্যারটির সাইজ মাত্র ১ এমবি।
Unlocker ডাউনলোড লিঙ্ক
আর পেন ড্রাইভ থেকে শর্টকাট রিমুভ করতে চাইলে নিচের কম্যান্ড টুকু CMD তে রান করান।attrib -h -r -s /s /d g:\*.*
No comments:
Post a Comment