কিভাবে SQL ইঞ্জেকশন দ্বারা ওয়ার্ডপ্রেস সাইট আক্রান্ত হতে পারে জানতে এই ভিডিওটি দেখুন
তাই আজ আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই SQL injection বন্ধ করা যায়।
প্রথমেই আপনার রুট ফোল্ডারের .htaccess ফাইলটি ওপেন করে নিচের কোডটুকু
পেস্ট করুন।# protect from sql injection
Options +FollowSymLinks
RewriteEngine On
RewriteCond %{QUERY_STRING} (<|%3C).*script.*(>|%3E) [NC,OR]
RewriteCond %{QUERY_STRING} GLOBALS(=|[|%[0-9A-Z]{0,2}) [OR]
RewriteCond %{QUERY_STRING} _REQUEST(=|[|%[0-9A-Z]{0,2})
RewriteRule ^(.*)$ index.php [F,L]
- এবার .htaccess ফাইলটি সেভ করুন।
- ব্যাস, তাহলেই আপনার সাইট SQL injection থেকে নিরাপদ হয়ে যাবে। যদিও খুব সহজ তবুও এটি আপনার সাইটকে অনেক সিকিউর করে তুলবে, ধন্যবাদ।
No comments:
Post a Comment