Saturday, 19 July 2014

IDM ক্র্যাক/ হ্যাকের ম্যানুয়াল ও ডাউনলোডেবল টিউটোরিয়াল

যদি আগের কোনও ভার্সন থেকে থাকে, তবে সেফটির জন্য সেটা রিমুভ করেন। রিমুভ করার সময় অবশ্যই Complete রিমুভ করবেন। তারপরই পিসি রিস্টার্ট নিবে।
idm1 IDM ক্র্যাক/ হ্যাকের ম্যানুয়াল ও ডাউনলোডেবল টিউটোরিয়াল

পিসি চালু হলে এবার সবার আগে CCleaner  চালু করুন। করে Registry fix করুন।
idm2 IDM ক্র্যাক/ হ্যাকের ম্যানুয়াল ও ডাউনলোডেবল টিউটোরিয়াল

এই কাজটা খুব ই জরুরী, নাহলে পরে সমস্যা হবে।
idm32 IDM ক্র্যাক/ হ্যাকের ম্যানুয়াল ও ডাউনলোডেবল টিউটোরিয়াল

এবার আইডিএম সেট আপ দিন; সেট আপ ফাইল আগের থেকে না থেকে থাকলে অফিসিয়াল সাইট থেকে নামান। সেট আপ দিয়ে আইডিএম close করে দিন।

এবার স্টার্ট মেনু থেকে নোটপ্যাড এ রাইট ক্লিক করে “Run as Administrator” হিসেবে রান করান।
idm4 IDM ক্র্যাক/ হ্যাকের ম্যানুয়াল ও ডাউনলোডেবল টিউটোরিয়াল

Notepad এর File >> Open এ গেলে এরকম ব্রাউস অপশন আসবে; একটা ব্যাপার খেয়াল রাখতে হবে যে All Files যেন সিলেক্ট করেন আপনারা, নাহলে আমাদের demanded ফাইলটা পাবো না।
idm5 IDM ক্র্যাক/ হ্যাকের ম্যানুয়াল ও ডাউনলোডেবল টিউটোরিয়াল

ব্রাউসিং এর রাস্তা হবে এইরকম▬
C >> Windows >> System 32 >> drivers >> etc

এখানে গেলেই আমরা আমাদের কাঙ্খিত ফাইল hosts পেয়ে যাবো
idm6 IDM ক্র্যাক/ হ্যাকের ম্যানুয়াল ও ডাউনলোডেবল টিউটোরিয়াল

প্রাথমিকভাবে ফাইলটা এমন থাকবে
idm7 IDM ক্র্যাক/ হ্যাকের ম্যানুয়াল ও ডাউনলোডেবল টিউটোরিয়াল

এবার আমরা এই ফাইল এর শেষে নিচের কোডটুকু কপি করবো
127.0.0.1 tonec.com
 127.0.0.1 www.tonec.com
 127.0.0.1 registeridm.com
 127.0.0.1 www.registeridm.com
 127.0.0.1 secure.registeridm.com
 127.0.0.1 internetdownloadmanager.com
 127.0.0.1 www.internetdownloadmanager.com
 127.0.0.1 secure.internetdownloadmanager.com
 127.0.0.1 mirror.internetdownloadmanager.com
 127.0.0.1 mirror2.internetdownloadmanager.com

ফাইলটা  তাহলে এমন হবে
idm8 IDM ক্র্যাক/ হ্যাকের ম্যানুয়াল ও ডাউনলোডেবল টিউটোরিয়াল

সেভ করে বের হয়ে যাবো।
এবার আইডিএম চালু করেন, Register এ ক্লিক করে নাম, ইমেইল আর সিরিয়াল দিন।

সিরিয়াল হিসেবে নিচের যেকোনো একটি ইউস করেন।
RLDGN-OV9WU-5W589-6VZH1
HUDWE-UO689-6D27B-YM28M
UK3DV-E0MNW-MLQYX-GENA1
398ND-QNAGY-CMMZU-ZPI39
GZLJY-X50S3-0S20D-NFRF9
W3J5U-8U66N-D0B9M-54SLM
EC0Q6-QN7UH-5S3JB-YZMEK
UVQW0-X54FE-QW35Q-SNZF5
FJJTJ-J0FLF-QCVBK-A287M
ছবিতে দেখেন আমি ৭ নাম্বার সিরিয়ালটা ইউস করেছি। কাজ শেষ।
idm9 IDM ক্র্যাক/ হ্যাকের ম্যানুয়াল ও ডাউনলোডেবল টিউটোরিয়াল

▐নোট▐


আপনি ইচ্ছে করলেই এখন আইডিএম আপডেট করতে পারবেন; তার আগে hosts ফাইলটা যেমন ছিল তেমন করেন, আপডেট দেন, আবার এই প্রক্রিয়ায় ক্র্যাক করেন- আরেকটা কথা- hosts ফাইল এভাবে এডিট করে আপনি আর আইডিএম এর অফিসিয়াল সাইট এ ঢুকতে পারবেন না। ব্লকড icon biggrin IDM ক্র্যাক/ হ্যাকের ম্যানুয়াল ও ডাউনলোডেবল টিউটোরিয়াল

▐ডাউনলোড▐

hosts ফাইল এডিট এর কাজটা না করলেও পারেন, আমি ফাইলটা দিয়ে দিলাম- নামিয়ে extract করুন; করে নির্ধারিত ফোল্ডার এ রিপ্লেস করুন- এটা শুধু অলস মানুষদের জন্য। :p

hosts file



এই পদ্ধতিতে আপনি ব্যর্থ হলে আমি দায়ি নই icon wink IDM ক্র্যাক/ হ্যাকের ম্যানুয়াল ও ডাউনলোডেবল টিউটোরিয়াল

No comments:

Post a Comment