Wednesday, 16 July 2014

BSQL Hacker : ব্লাইন্ড এসকিউএল ইন্জেকশন এর জন্য চমৎকার একটি সফ্টওয়্যার।

কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। এটা আমার দিতীয় টিউন । বাংলা লিখতে পারি না। তাই ভূল হলে মাফ করবেন।  আজ আপনাদেরকে একটা  সফটওয়ার শেয়ার করব যার নাম BSQL Hacker । আপনারা যারা হ্যাকিং করেন তারা সবাই নিশ্চয় ব্লাইন্ড এসকিউএল ইনজেকশন এর সাথে পরিচিত আছেন । হ্যাকিং এর এই একটি সেকশন  আমার অনেক কঠিন মনে  হয়। এই সেকশন এ সব কিছ  আপনাকে করতে  হয় আন্দাজ এর উপর নির্ভর করে । যা অনেক  কষ্টকর আর সময় সাপেক্ষ্য  ব্যাপার । যদি কোনো  একটা সফটওয়ার এই কাজটা করে দিতে পারে তাহলে অনেক ভাল হয় তাই না? এইটাই হচ্ছে  আপনার সেই  সফটওয়ার। বিস্তারিত  না লিখে  ইউসার মেনুয়াল দিয়ে দিলাম । তারপরও যদি কোনো  সমস্যা হয় তাহলে  দয়া করে কমেন্ট করবেন । আমি  সমাধান দেওয়ার চেষ্টা  করব। সবাই ভাল থাকেবন।
ডাউনেলাড
http://www.mediafire.com/download.php?opvdrfkor84zdl3

No comments:

Post a Comment