Thursday, 17 July 2014

আপনার ওয়ার্ডপ্রেস সাইট নিরাপদ রাখার দুর্দান্ত প্লাগিন

আসসালাময়ালাইকুম। আজকে আমি ওয়ার্ডপ্রেস সিকিউরিটি নিয়ে লিখতেসি। আমরা জানি এখন সারা ওয়ার্ল্ড এখন হ্যাকারের তোলপাড়। এমতাবস্থায় আপনার ওয়েবসাইট টিকেই রাখা মুশকিল। তারা যেকোনো ভাবেই হোক আপনার সাইট হ্যাক করবেই।তাদের ছিন্তাই হল কার সাইট কে আগে হ্যাক করবে।আইতাই জেন তাদের মূল্মন্ত্র। হতে পারে আপনার সাইটের vulnerable বের করে আপনার সাইট হ্যাক করবে। নতুবা Virus, Malware ইত্যাদি দিয়ে। সুতরাং আজকে আমি ওয়ার্ডপ্রেস সাইট কে বাঁচানোর জন্যএকটি super plugin নিয়ে কথা বলব।
প্লাগিনটির নাম হল better security wordpress. এটি আপনাকে যা যা সুবিধা দিবে তা ঠিকভাবে করতে পারলে আপনার সাইট আর হ্যাক করে কে। এছাড়া আপনার সাইটি একটি unvulnerable সাইট হবে । কারন যখন কোন vulnerability থাকবে এটি সাথে সাথে scan করে আপনাকে জানাবে এছাড়া আপনি কিভাবে fix করবেন তাও দেখাবে। কোন গুলি ঠিকঠাক মত আছে তাও দেখাবে।

তো একনজরে দেখেন এর ফিচারসমুহ

  • আপনার পাসওয়াড strong আছে কিনা তা দেখাবে এবং এটিকে ফিক্স করার জন্য  options দেখাবে
  • আপনি যদি আপনার লগিন defaultly adminরাখেন তাহলে তা fix করার জন্য ও options দিবে। কারন অনেক হ্যাকারএই admin নামেটির হেল্প নিতে পারে হ্যাকের সময় যখন সে হ্যাক করবে
  • আপনার সাইটটি ব্যাক আপ নিয়েছেন কিনা তাও দেখাবে এবং যদি না নিয়ে থাকেন তা নেওয়ার জন্য একটি অপশন্‌স দিবে
  • আপনি এখান থেকে জানতে পারবেন আপনার admin panel লগিনের সময় সূচী যেমন ২৪/৭।সুতরাং আপ্নে টাইম লিমিট করে দিতে পারেন।কোন কোন সমই থেকে কোন সমই ডুকবেন
  • আপনি যদি চান যে কোন খারাপ হোস্ট অথবা সার্ভার ব্লক করতে তাও পারবেন
  • আপনার সাইট brute force হাকিং এটাক থেকে সেফ কিনা তাও ও জানতে পারেন আর যদি না থাকে তা fix করতে পারেন
  •  আপনার .htaccess,content.php ফাইল নিরাপদ কিনা তাও দেখতে পারেন
  • এছাড়া কোন হ্যাকার যখন scan করবে vulnerable এর জন্য কিন্তু এটি কি করবে এটি যাতে না করতে পারে তা বন্ধ করে দিবে
  •  আপনাকে জানাবে আপনি কোন আইপি ব্যবহার করেন কোন ব্রাউজার এবং তার ভার্সন
  • আর অনেক কিছু ব্যবহার করলেই বুজতে পারবেন
technologyblogsite 300x47 আপনার ওয়ার্ডপ্রেস সাইট নিরাপদ রাখার দুর্দান্ত প্লাগিন

কিভাবে setup দিবেন

  • প্রথমে আপনার সাইেট ডুকেন
  • তারপর প্লাগিন অপশন্‌স থেকে add new
  • এবং সেখানে search দিন   better security wordpress লিখে
  • তারপর আসলে তা install করেন
  • তারপর এই প্লাগিনটির সেটিং অপশন্‌স গেলে দেখতে পারবেন সবকিছু

আপনি যদি আপনার সাইটটিকে ভাল এবং নিরাপদ রাখতে চান আপনি এটা ব্যবহার করতে পারেন

No comments:

Post a Comment