Wednesday, 16 July 2014

হ্যাকিং ডাইভারশন কি???

আজকে ডাইভারসন(বট ব্যবহার ) নিয়ে কিছু কথা বলব
হ্যাকিং ডাইভারশন কি???
এই সম্পরকে আপনারা নেট এ অনেক কিছু পাবেন । কিন্তু অনেকেই কঠিন ইংরেজি না বুঝতে পারায় এটি বুঝতে পারেন না । আমি তাই উদাহরন দিয়ে বলছি
ধরুন একটি কম্পিউটার একটি বাড়ি যার প্রবেশ পথ চারটি। চারটি পথ বাড়ির চারদিকে ।এবং প্রতি পথে নিরাপত্তা রক্ষী আছে। বট এর কাজ হল ফলস উপস্থিতি বানান। এটি অনেকটা ঢিল মারার মত। মানে ইচ্ছাকৃত ভাবে তাকে সাহায্য করা বা তথ্য দেয়া। যার মাধ্যমে পুর কম্পিউটার সিস্টেম এর সিকিউরিটি বাবস্থা এক দিকে নিবদ্ধ হয়।
এখন আমার মারা ঢিল টি যদি ফাকা যায়গায় পড়ে তাহলে প্রহরিরা দু দিক থেকে সেখানে চলে আসবে। তখন দুটি দরযা ফাকা হবে ।  মানে সারভার এর ডিএন এস পোর্ট উন্মুক্ত হবে। বাপারটা অনেক টা এ রকম। তাই এই পদ্ধতি কে সফল করতে বট কে মাল্টিপাল আইপি দেয়া হয়। যার ফলে সে ক্রমাগত আক্রমন করতে থাকে।
shodan 1 হ্যাকিং ডাইভারশন কি???আমি আমার   পোস্ট গুল তে হ্যাকিং টুলস এর লিঙ্ক বা ম্যানুয়াল দিয়ে থাকি ।কিন্তু এখানে দেব না কারন বট একটি অস্ত্র। আমি যানি পোস্ট খুব ছোট । তবু মৌলিক বিষয় এটিই।

No comments:

Post a Comment