ফেসবুকে প্রতিদিন আমরা কম-
বেশি সবাই বসেথাকি । আর
নিত্যদিনই আমরা নতুন নতুন সব
তথ্য
জেনে নিচ্ছি।
তবে ফেসবুককে আরও উপযোগী করে ব্যবহার
করতে চাইলে অবশ্যই
আপনাকে কিছু শর্টকাট
পদ্ধতি জানা উচিত ।
ওই শর্টকাট
পদ্ধতিগুলো আপনাকে ফেসবুক ব্যবহারে আরও আনন্দদেবে ।
একবার চেষ্টা করলেই
শর্টকাটগুলো আপনার
আয়ত্তে চলে আসবে।
পাঠকদের জন্য কয়েকটি সহজ
শর্টকাট-
Alt 1 : হোম পেজ
Alt 2 : আপনার প্রোফাইল (ওয়াল)
Alt 3 : কে আপনাকে ফ্রেন্ড
রিকুয়েস্ট পাঠালো (রিকুয়েস্ট
না থাকলে কাজ করবে না)
Alt 4 : কে আপনাকে মেসেজ পাঠাল (মেসেজ না থাকলেকাজ
করবে না)
Alt 5 :কী কী নোটিফিকেশনএলো (নোটিফিকেশন
না থাকলে কাজ করবে না)
Alt 6 : অ্যাকাউন্ট সেটিংস Alt 7 : অ্যাকাউন্ট প্রাইভেসি
Alt 8: ফেসবুকের ফ্যান পেজ
Alt 9 : ফেসবুকের রাইট এন্ড
রেস্পন্সিবিলিটি
Alt 0 : ফেসবুক হেল্প সেন্টার
Alt m : নতুন মেসেজ লিখতে Alt ? : সার্চ বক্সে কারসর আনবে
এই শর্টকাটগুলো ব্যবহার
করে মাউস ছাড়াই
ফেসবুক ব্যবহার করা যাবে।
No comments:
Post a Comment