Thursday, 17 July 2014

হ্যাক করুন ডাটাবেস/ওয়েবসাইট এর ফাইল

এই টিউটোরিয়াল এ দেখান হবে কিভাবে একটি ডাটাবেসে ঢুকে হ্যাক করে ফাইল নিতে হয় । এই জন্য আমরা উইন্ডোজ ই ব্যবহার করব।
আমাদের কি কি দরকার?
  • আপনার কম্পিউটার এর বেসিক কাজ গুল পারতে হবে যেমন ফোল্ডার তৈরি।
  • একটা DOS লাগবে যা্র নাম Wget ন HERE
  • You need to have administrative privileges on your computer.
টিউটোরিয়ালঃ
Step 1: প্রথমে Wget ডাউনলোড করুন  HERE  এটা আপনার Windows যে ড্রাইভে সেটআপ করা সেখানে পেস্ট করুন এখানে আমার C ড্রাইভ এ ।
Step 2:  CMD ওপেন করুন উইন্ডোজ 7 এ Run as administrator এ ওপেন করুন । উইন্ডোজ এক্সপি তে নরমাল ভাবেই ওপেন করুন।
Step 3: নিচের কোড টি CMD তে দিন । এখানে আমার ড্রাইভ C
cd C:wget
Step 4:  নিচের কোড টি দিন । Extention টি লক্ষ করুন এখানে JPG । আপনি যেই Extention দিবেন সেই অনুযায়ী ফাইল পাবেন যেমন .html এ html ফাইল পাবেন । Extention অনুযায়ী ফাইল পাবেন । আমরা এখানে .jpg ব্যবহার করেছি ।
wget -r -A.jpg
Step 5: উপরের কমান্ড দেবার পর স্পেস দিন তার পর যেই সার্ভার বা ওয়েবসাইট থেকে নিতে চান সেই এড্রেস দিন তার পর আর একটা স্পেস দিন ।
Step 6: এখন এন্টার চাপুন এবং ম্যাজিক দেখুন ।
Step 7: এখন শুধু C ড্রাইভ এ wget folder এ যান এবং সেখানে ওয়েবসাইট এর নামে একটা ফোল্ডার পাবেন সেখানেই আপনার কাঙ্খিত ফাইল পেয়ে যাবেন icon smile হ্যাক করুন ডাটাবেস/ওয়েবসাইট এর ফাইল   এভাবে আপনি সাইট এর গুরুত্বপূর্ণ ডাটা/User-Pass ও হ্যাক করতে পারেন ।
video button হ্যাক করুন ডাটাবেস/ওয়েবসাইট এর ফাইল

Virus scan report


 2012 11 09 0923431 হ্যাক করুন ডাটাবেস/ওয়েবসাইট এর ফাইল

No comments:

Post a Comment