Thursday, 17 July 2014

সহজেই খুঁজে বার করুন আপনার সাইটের ভুলনারেবিলিটি

কেমন আছেন সবাই?আশাকরি ভাল আছেন।আমার ভার্চয়াল লাইফ,চলে যাচ্ছি আপনাদের সাথে কোনরকমে।প্রতিদিনই শত শত ওয়েবসাইট তৈরী হচ্ছে,বিভীন্ন উদ্দেশ্যে অনেক ওয়েবসাইট হ্যাক হয়েও যাচ্ছে।হ্যাকারের সংখ্যা ও বাড়ছে প্রতি মিনিটে icon razz সহজেই খুঁজে বার করুন আপনার সাইটের ভুলনারেবিলিটি আপনার অনেক স্বপ্ন আর সাধনার একটি ওয়েবসাইট যদি নিরাপত্তার অভাবে হ্যাকারের দখলে চলে যায় তাহলে বিষয়টা কেমন দুঃখজনক হয়ে যায় তাইনা?আজকে আমি সাইটের নিরাপত্তাজনিত বিষয়ে আপনারকে কিছু জানাতে চাই।সধারণত ওয়েবসাইটের ভুলনেরাবিলিটির কারণে।অনেকেই আছেন যারা ভুলনেরাবিলিটি চেক করতে যেয়ে হাপিয়ে ওঠেন।আজ আমি আপনাদেরকে একটি সাইটের সাথে পরিচয় করিয়ে দেব,টেস্টান….ভাল ফলাফল পাবেন আশা রাখি।প্রশ্ন উঠতে পারে আসলেই এই টুলস বা এই সাইট কতটা ভাল কাজ করে।আমি ব্যবহার করতেছি বলেই আপনাদেরকে জানাচ্ছি,এখন আপনারাও ব্যবহার করুন।মতামত দিয়ে জানাবেন কেমন কাজ করছে এই সাইট।
সহজভাবে চলে যান এই সাইটে।খেয়াল করুন একটি স্ক্যান বক্স আছে ।নিচের চিত্রটি খেয়াল করুন-                                site check scanner2 300x88 সহজেই খুঁজে বার করুন আপনার সাইটের ভুলনারেবিলিটি   তারপর স্ক্যান বক্সে আপনার সাইটের url বসিয়ে দিন।এরপর স্ক্যান ওয়েব সাইটে ক্লিক করুন।ফলাফল কী আসে দেখতেই পারবেন।যদি কোন ভুলনেরাবিলিটি খুঁজে পাওয়া যায় তাহলে কোন জায়গায় সমস্যা আছে সেইটা জানতে পারবেন।সাধারণত ম্যালওয়ার,ম্যালিসিয়াস জাভা স্ক্রিপ্ট,ম্যালিসিয়াস আই ফ্রেমস খুঁজে বের করতে এই সাইট অনেক ভাল কাজ করে।নিচের চিত্রটি লক্ষ্য করুন                           sucuri site checking list সহজেই খুঁজে বার করুন আপনার সাইটের ভুলনারেবিলিটি                  সহজেই বুঝতে পারবেন কত ধরনের চেকিং ফ্রি ফ্রি হয়ে গেল!!আমি আর বিস্তারিত আলোচনায় গেলাম না।ভাল থাকুন,সুস্থ্য থাকুন আর চোখ রাখুন টিউনারপেজের দিকে।খুব দ্রুত আমি ফিরে আসব নতুন কোন বিষয় নিয়ে।

টিউনটি সর্বপ্রথম প্রকাশিত হয় www.elogbd.com

No comments:

Post a Comment