Wednesday, 16 July 2014

কিভাবে ব্যাক-ট্রাক ইন্সটল করবেন ভার্চুয়াল বক্স এ?

প্রথমে আপনারা ভারচুয়াল বক্স ডাউনলোড করে নিন। যাদের ডাউনলোড করা আছে তারা না করেলও চলবে। যারা করেন নি তারা এই অ্যাড্রেস থেকে ডাউনলোড করুনঃ ভারচুয়াল বক্স (Lates Version ডাউনলোড করুন)
এবং ব্যাক-ট্রাক তো আছেই। তাহলে শুরু করা যাক। প্রথমে ভারচুয়াল বক্স আপনার কম্পিউটার এ ইন্সটল করে নিন। ভারচুয়াল বক্স ওপেন করুন।
এরপর নিচের ইমেজ এর মত করুন। প্রথমে NEW তে ক্লিক করুন। এরপর এইরকম করে করুনঃ
21 কিভাবে ব্যাক ট্রাক ইন্সটল করবেন ভার্চুয়াল বক্স এ?
Next এ ক্লিক করুন। এরপরঃ
31 কিভাবে ব্যাক ট্রাক ইন্সটল করবেন ভার্চুয়াল বক্স এ?
এখানে Name এর স্থানে আপনের পছন্দ মত নামে দিন। Operating System Linux সিলেক্ট করে দিন। Version Ubuntu সিলেক্ট করে দিন। Next এ ক্লিক করুন। এরপরঃ
41 কিভাবে ব্যাক ট্রাক ইন্সটল করবেন ভার্চুয়াল বক্স এ?
এখানে আপনার কম্পিউটার এর RAM এর পরিমান দেয়া লাগবে। ব্যাক-ট্রাক এর ভালমত কাজ করতে নিম্নে ৫১২MB RAM প্রয়োজন। তাই ৫১২ দেয়া আমার রিকমেনডেড। Next ক্লিক করুন। এরপরঃ
51 কিভাবে ব্যাক ট্রাক ইন্সটল করবেন ভার্চুয়াল বক্স এ?
এখানে আপনাকে একটি ভারচুয়াল হার্ড ডিস্ক তৈরি করতে হবে।। Next এ ক্লিক করুন। এরপরঃ
61 কিভাবে ব্যাক ট্রাক ইন্সটল করবেন ভার্চুয়াল বক্স এ?
ফাইল টাইপ এর থেকে VDI (VirtualBox Disk Image) সিলেক্ট করে Next এ ক্লিক করুন। এরপরঃ
71 কিভাবে ব্যাক ট্রাক ইন্সটল করবেন ভার্চুয়াল বক্স এ?
Dynamically Allocated সিলেক্ট করে Next এ ক্লিক করুন। এরপরঃ
8 কিভাবে ব্যাক ট্রাক ইন্সটল করবেন ভার্চুয়াল বক্স এ?
এখানে আপনাকে হার্ডডিস্ক এর স্পেস দিতে হবে। ব্যাক-ট্রাক ভাল ভাবে কাজ করতে হলে নিম্নে ২০GB স্পেস প্রয়োজন। আপনারা এর স্পেস বাড়াতে পারেন কিন্তু কম করবেন না। এতে আপনার ব্যবহার করার সময় সমস্যা দেখা দিতে পারে। তাই ২০GB স্পেস এ আমি রিকমেনড করি। Next এ ক্লিক করুন। এরপরঃ
9 কিভাবে ব্যাক ট্রাক ইন্সটল করবেন ভার্চুয়াল বক্স এ?
এখন Create এ ক্লিক করুন। এরপর আবার একবার Create এ ক্লিক করতে হতে পারে। না লাগ্লে ক্লিক কইরেন না। Create করার পর New এর পাশের Setting eএ ক্লিক করুন। এরপরঃ
131 কিভাবে ব্যাক ট্রাক ইন্সটল করবেন ভার্চুয়াল বক্স এ?
Settings থেকে Network এ ক্লিক করে Attached To Nat সিলেক্ট করে দিন। OK তে ক্লিক করুন। Settings এর পাশে Start এ ক্লিক করে ব্যাক-ট্রাক চালু করুন। এরপরঃ
15 কিভাবে ব্যাক ট্রাক ইন্সটল করবেন ভার্চুয়াল বক্স এ?
এর আগে একটা মেনু আসবে, সেখানে Next করবেন তাহলে এই বক্স টা আসবে। এরপর ছোট্ট হলুদ বাটন টা তে ক্লিক করে আপনার ব্যাক-ট্রাক এর ISO ফাইল টা সিলেক্ট করে দিন। Next এ ক্লিক করুন। Start এ ক্লিক করুন। এরপরঃ
backtrack+5+r3 2012 08 19 12 18 16 কিভাবে ব্যাক ট্রাক ইন্সটল করবেন ভার্চুয়াল বক্স এ?
এখানে একটি Enter বাটন প্রেস করুন। এরপরঃ
backtrack+5+r3 2012 08 19 12 18 39 কিভাবে ব্যাক ট্রাক ইন্সটল করবেন ভার্চুয়াল বক্স এ?
Default Boot Text Mode টা সিলেক্ট করে Enter দিন। কিছুক্ষন অপেক্ষা করুন। এরপর ব্যাক-ট্রাক এ একটা স্থানে root@bt: লেখা আসবে। ওখানে startx লিখে Enter প্রেস করুন। Install Backtrack এ Double ক্লিক করে ইন্সটল চালু করুন। এরপর নিয়ম মত সবকিছু করুন। ইমেজ দেয়া সম্ভব হল না। এরপরঃ
backtrack+5+r3 2012 08 19 12 25 20 কিভাবে ব্যাক ট্রাক ইন্সটল করবেন ভার্চুয়াল বক্স এ?
শুধু এখানে Erase and use the entire disk সিলেক্ট করে Forward এ ক্লিক করুন। এরপরঃ
backtrack+5+r3 2012 08 19 12 28 53 কিভাবে ব্যাক ট্রাক ইন্সটল করবেন ভার্চুয়াল বক্স এ?
Install এ ক্লিক করুন। Installation শুরু হবে। ব্যাক-ট্রাক এ ইন্সটল এর সময় একটা Bug আছে। এতি ৯৯% গিয়ে কিছুক্ষন এর জন্য Hang হয়ে যায়। কিন্তু Installation বন্ধ করবেন না। কারন তখন ও ব্যাক-ট্রাক ইন্সটল হচ্ছে। তাই ১০০% কমপ্লিট না হওয়া পর্যন্ত বন্ধ করবেন না। এরপরঃ
backtrack+5+r3 2012 08 19 13 11 50 কিভাবে ব্যাক ট্রাক ইন্সটল করবেন ভার্চুয়াল বক্স এ?
Restart Now এ ক্লিক করুন। এরপর আপনার ব্যাক-ট্রাক ব্যবহার করার জন্য একেবারে তৈরি। এরপর চালু করার জন্য ইন্সটল করার সময় আপনি যদি নিজের User Name এবং Password দিয়ে থাকেন, তাহলে সেটা দিয়ে লগিন করুন। অথবা যদি না দিয়ে থাকেন তাহলে ব্যাক-ট্রাক এর ডিফল্ট Username: root এবং Password: toor দিয়ে লগিন করে ব্যবহার করুন ব্যাক-ট্রাক।
আশা করি সবার ভাল লাগবে। আজকের মত শেষ। আল্লাহ হাফেয।

No comments:

Post a Comment