Tuesday, 22 July 2014
আপনার ব্রাউজারের গতি বারান
অনেক সময় পিসির ব্রাউজার লোডিং হতে অনেক সময় নেয় । সমস্যার সমাধান এখানে……
মাত্র ৬০৭ কিলোবাইটের ছোট্ট এই সফটওয়ারের মাধ্যমে আপনার পিসির সব ব্রাউজারের স্পিড বাড়িয়ে দিন ।
সফটওয়ারের নাম স্পিডিফক্স
পরিমান ; ৬০৭.৯৬ কিলোবাইট
ভারসন ; ২.০.৭
অপারেটিং সিস্টেম ; সকল উইনডজ বেশি কিছু বলবনা নিজেই যাচাই করুন । আমি নিজেও ব্যবহার করি।
ডাউনলোড করুন ; এখানে
যে সব ব্রাউজারে কাজ করবে ; ফায়ার ফক্স , গুগল ক্রম , মজিলা থাউন্ডার বার্ড , স্কাইপ
আপনি যখন ব্রাউজার এ ব্রাউজ করেন তখন আপনার ব্রাউজারে অনেক ডাটাবেস তৈরী হয় যার কারনে আপনার ব্রাউজার ভারি হয়ে যায় লোডিং হতে বেশি সময় নেয় এই সফটওয়ার ব্যবহার করে দেখুন মজা পাবেন পরিমানও কম জায়গাও লাগবে কম । প্রথমে ডাউনলোড করুন তারপর রান করুন, ইন্সটল হয়ে গেলে স্পিডিফক্স ওপেন করুন , ওপেন হলে নিচের চিত্রের মত দেখাবে তারপর আপনার ব্রাউজার সিলেক্ট করে দিয়ে ওপটিমাইজ বাটনে ক্লিক করুন ওপটিমাইজ হয়ে গেলে নিচের চিত্রের মত দেখাবে তারপর কাজ শেষ আপনার ব্রাউজার ওপেন করুন এবং দেখুন আপনার ব্রাউজার এর গতি বাড়ল কিনা ।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment