আসসালামু আলাইকুম।সবাই কেমন আসেন আসাকরি সবাই ভাল আসেন আমিও আপনাদের দোয়াতে ভাল আসি।দেরি না করে কাজের কথায় আসি।ফেসবুকআমার আপনার সবারই একটি প্রিয় সাইট। অনেকের তো এমন অবস্থা সারাদিন খাবারখাই না খাই কিন্তু ফেসবুকে বসা চাই। বিভিন্ন কারনে আমাদের এই প্রিয় সাইটেরএকাউন্ট হ্যাক হতে পারে। এটা হতে পারে অসাবধানতা বশত অথবা শত্রুতাজনিতকারনে। আর এখন আকাশে বাতাসে হ্যাকিং এর আভাস আন্দাজ করা যায়। তাই এই সাইবারওয়াল্ডে কেউ হ্যাক প্রুফ নয়। অনেক কথা বলে ফেলেছি। এখন কাজের কথায় আসি।হ্যাকড ফেসবুক একাউন্ট ফিরে পাবার কয়েকটি উপায় থাকলেও এই উপায়টি খুব সহজ ওকার্যকর। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-
১। প্রথমে আপনার ব্রাউজারে www.Facebook.com/hacked লিখে এন্টার চাপুন।
২। এবার My Account Is Compromised এ ক্লিক করুন।
৩। এখন Identify Your Account অংশ হতে আপনার আইডিটি সিলেক্ট করুন।অর্থাৎ Email or phone number কিংবা Facebook username অথবা your name and a friend’s name অপশনে প্রয়োজনীয় ডাটা দিয়ে সার্চ করুন।
৪। Security Check অপশন আসলে সেখানে ক্যাপচা এন্ট্রি করুন।
৫। এবার আপনার আইডির ছবির পাশের This is My Account এ ক্লিক করুন।
৬। এবার আপনার পুরাতন পাসওয়ার্ডটি প্রবেশ করান।
এতক্ষণ ধরে যেসব তথ্য দিয়েছেন সব ঠিক থাকলে আপনি আপনার একাউন্ট সহি সালামতে পেয়ে যাবেন।
No comments:
Post a Comment