Thursday, 17 July 2014

ফেসবুক চ্যাট স্প্যামার

আসসালামু আলাইকুম বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন ? আশা করি ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি একটা মজার সফটওয়্যার এর সাতে পরিচয় করিয়ে দিব। আশা করি আপনাদের কাছে ভাল লাগবে । এটি মুলত একটা ফ্লার্ট সফটওয়্যার । অর্থাৎ যে কাউকে একটা মেসেজ বারবার পাঠাতে বা বন্ধুদের সাতে মজা করতে সফটওয়্যারটি ব্যবহার করা হয়। যে কেউ খুব সহজেই সফটওয়্যারটি ব্যবহার করতে পারবে আশা করি icon smile ফেসবুক চ্যাট স্প্যামার সফটওয়্যারটির নাম “ফেসবুক চ্যাট স্প্যামার”।
সফটওয়্যারটির কিছু স্ক্রীনশট দিয়ে দিলাম icon smile ফেসবুক চ্যাট স্প্যামার
2012 10 11 093827 ফেসবুক চ্যাট স্প্যামার
ফেসবুক চ্যাট স্প্যামার
2012 10 11 093807 ফেসবুক চ্যাট স্প্যামার
উপরের উইন্ডোর টেক্সটবক্সে এ যেকন মেসেজ লিখে স্টার্ট দিন। এবার আপনার ফ্রেন্ডের চ্যাট উইন্ডোতে মাউস রাখলে মেসেজ যেতে থাকবে। যতক্ষণ স্টপ না করবেন ততক্ষণ মেসেজ যেতেই থাকবে। এই সফটওয়্যার দিয়ে আপনি  যে কোন জায়গায় যেমন নোটপ্যাড, ওয়ার্ডপ্যাড অথবা যে কোন চ্যাট ওয়েবসাইট এ ভালো কাজ করবে ইশাআল্লাহ ।
যেমন ঃ গুগুল G+ এ প্লাস, ফেসবুক চ্যাট, Hi5, ইয়াহু ম্যাসেঞ্জার, উইন্ডোজ লাইভ, Nimbuzz ইত্যাদি তে কাজ করবে।
ডাউনলোড লিঙ্ক এ যদি কোন সমস্যা হই আমাকে জানাবেন। সফটওয়্যার এর  বিস্তারিত এখানে বেশি বললাম না কারন ডাউনলোড করার পর আপনারা একটু চেষ্টা করলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ।

আপনাদের কাছে যদি আমার এই সফটওয়্যার এবং টিউন টি ভাল লেগে থাকে তাহলে দয়া করে মতামত দিবেন । ভাল থাকবেন icon smile ফেসবুক চ্যাট স্প্যামার

No comments:

Post a Comment